নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেমস লং সরণি আর বনমালি ঘোষাল লেনের সংযোগস্থলে নাকা চেকিংয়ে দাঁড়িয়ে ট্রাফিক সার্জেন্ট। দূর থেকেই নজরে আসে, লাল-কালো রঙের একটি বাইকে চেপে আসছেন দুই যুবক। কারও মাথায় হেলমেট নেই। ক্রসিং পার করতেই তাকে আটকান সার্জেন্ট। হেলমেট নেই কেন? জবাবে চালক বলেন, ‘বাড়িতে রয়েছে, ভুলে গিয়েছি স্যর! বন্ধুর ইমার্জেন্সি আছে। তাই নিয়ে যাচ্ছি। ছেড়ে দিন স্যর।’ বিধিভঙ্গের অভিযোগে কর্তব্যরত সার্জেন্ট বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর লাইসেন্স চান বাইকচালকের কাছে। হঠাৎই তাঁর চোখ পড়ে বাইকের নম্বর প্লেট। যা দেখে চমকে ওঠেন সার্জেন্ট। বাইকের নম্বর প্লেট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা নম্বর সম্পূর্ণ আলাদা। বাইকচালক সদুত্তর দিতে না পারায় নম্বর প্লেটের সূত্র ধরে তদন্ত শুরু করেন সার্জেন্ট। জানতে পারেন, কয়েকদিন আগে ঠাকুরপুকুর থানা এলাকা থেকে চুরি গিয়েছে বাইকটি। চালক ও আরোহীকে এরপর আটক করে বেহালা থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার করা হয় বাইকচালককে।