• ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্ষণের শিকার, ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল হাইকোর্ট। আইন অনুযায়ী, ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হলে ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতে কোনও অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু এক্ষেত্রে ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ পেরিয়ে গিয়েছিল। তাই গর্ভপাতের অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হন ওই তরুণী। 

    তাঁর দাবি ছিল, গত ডিসেম্বরে ধর্ষণের কারণে তিনি গর্ভবতী হয়ে পড়েন। এজন্য চূড়ান্ত মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি। তাই তিনি গর্ভপাতের সিদ্ধান্ত নেন। কিন্তু মেডিক্যাল রিপোর্টে দেখা যায়, ততদিনে তাঁর গর্ভস্থ ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। বাধ্য হয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। 

    বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে। এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি দল গঠন করে তরুণীর শারীরিক পরীক্ষার নির্দেশ দেন বিচারপতি। এই অবস্থায় গর্ভপাত আদৌ সম্ভব কি না, তা যাচাই করে রিপোর্ট দিতে বলেন তিনি। সেইমতো সোমবার ওই ১২ সদস্যের মেডিক‌্যাল বোর্ডের রিপোর্ট পেশ করেন রাজ্যের আইনজীবী। গর্ভপাতের পক্ষেই মত রয়েছে ওই রিপোর্টে। সেটি দেখার পরই ওই তরুণীর গর্ভপাত করানোর জন্য এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
  • Link to this news (বর্তমান)