সৌরভ চৌধুরী: 'কোনওদিনই সম্ভব নয়'। স্বামীর তৃণমূলের যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তাঁর সাফ কথা, 'কিছু মানুষ রাজনৈতিক মহলের বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন'।
ঘটনার সূত্রপাত অক্ষয় তৃতীয়ার দিন। সেদিন উদ্বোধনের পরেই দীঘায় জগন্নাথ মন্দিরে হাজির হন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কুও। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেও দেখা যায় বিজেপির প্রাক্তন সভাপতিকে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। দলের অন্দরে আক্রমণের মুখে পড়তে হয় দিলীপকে।
এদিন স্ত্রীকে সঙ্গে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে গ্রামের বাড়িতে যান দিলীপ। সেখানেই রিঙ্কু বলেন, 'জানি না, কারও ব্যক্তিগত উদ্দেশ্যে আছে। ওনাকে হিংসা করে। রাজনৈতিক মহলে ভুল ধারনা তৈরি করতে চাইছেন'। দিলীপ ঘোষ কি তৃণমূলের যাবেন? স্ত্রীর সোজাসাপ্টা জবাব, 'কোনওদিনই না। কোনওদিন সম্ভবই নয়'।
এদিকে আগামীকাল মঙ্গলবার বিজেপির সভা রয়েছে। কিন্তু সেই সভায় দিলীপকে ডাকা হয়নি বলে খবর। রিঙ্কু বলেন, 'উনি এখন তো দলের কোনও পদে নেই। কখনও কখনও ডাকে , যান তো। যেমন সদস্যপদের জন্য বলেছিল। গিয়েছিলেন কাজ করেছেন'।