• নিউ টাউন-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে ED
    এই সময় | ০৬ মে ২০২৫
  • মেডিক্যালে ভর্তিতে NRI কোটা দুর্নীতিতে মঙ্গলবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ED-র। এদিন সকালে নিউ টাউন-সহ কড়েয়া, টালিগঞ্জে হানা দেয় ইডি আধিকারিকদের টিম। মেডিক্যালে ভর্তি দুর্নীতি এই প্রথম নয়, এর আগেও তল্লাশি চালিয়েছে ED।

    অভিযোগ, ভুয়ো সার্টিফিকেট তৈরি করে NRI কোটায় একাধিক পড়ুয়াকে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়েছে অসাধু চক্র। মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য যে সব কোচিং সেন্টারে পড়ানো হয়, সেই কোচিং সেন্টারের একাংশের আড়ালেই গড়ে উঠেছে এই দুর্নীতি চক্র।

    সূত্রের খবর, মঙ্গলবার সকালে নিউ টাউনের CE ব্লকে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ED-র একটি দল। জানা গিয়েছে, বহু বার বেল বাজানো সত্ত্বেও দরজা খোলেনি কেউ।

    এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা, মেদিনীপুর, কাকদ্বীপ-সহ ৬ জায়গায় তল্লাশি চালান গোয়েন্দারা। গত ডিসেম্বরেও এই দুর্নীতির তদন্তে রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালানো হয়। কী ভাবে কারা এই দুর্নীতিতে যুক্ত তা তদন্ত করে দেখছে ED।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)