গত কয়েকদিন কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়নি। ফের কবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সেই আশায় ছিল বঙ্গবাসী। এরই মাঝে রাজ্যবাসীকে খুশির খবর দিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাহলে কি সপ্তাহান্তে ফের অসহ্য গরম ও অস্বস্তিকর আবহাওয়া সহ্য করতে হবে বঙ্গবাসীকে? কী বলছে হাওয়া অফিস?
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অপেক্ষাকৃত কম। তবে বৃহস্পতিবার আবহাওয়ার বদল ঘটে গরম বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার থেকেই কলকাতায় আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর পর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর পাশাপাশি রবিবারও কলকাতায় তাপমাত্রার সঙ্গে বইতে পারে শুকনো হাওয়া। তাহলে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবার বুধবার থেকে কিছুটা হলেও ঝড়বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ পাঁচ জেলাতে। এ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দু-এক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বুধবারের পর তাপমাত্রা বেড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বইতে পারে শুকনো হাওয়া। রবিবার উত্তরবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।