• Breaking News Live: ১২ দিন ধরে যুদ্ধ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের
    এই সময় | ০৬ মে ২০২৫
  • নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল একটি মাছ ভর্তি পিকআপ ভ্যান। আজ ভোর রাত্রে পিকআপ ভ্যানটি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় পানাগড় গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। পিকআপ ভ্যানে থাকা ৬ জন অল্পবিস্তর আহত হয়।

    মেডিক্যাল দুর্নীতির তদন্তে নিউ টাউন-সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি। বালিগঞ্জ, কড়েয়া-সহ শহরের একাধিক জায়গায় অভিযানে ইডি আধিকারিকরা

    টানা ১২ দিন ধরে কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্দহার, নাউসেরা, সুন্দেরবেনি এবং আখনুর এলাকায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা।

    টয়লেটে সমস্যায় টরেন্টো-দিল্লি এয়ার ইন্ডিয়া ফ্লাইটের রুট পরিবর্তন। ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় ফ্রাঙ্কফ্রুটে। ছয় ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকে বিমান।

    স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিক্ষক ও অভিভাবকদের ৷ ঘটনায় স্কুল শিক্ষা দপ্তরে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক ৷ অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষিকার ৷ তাকে হেয় করার জন্যই এই পদক্ষেপ বলে পাল্টা অভিযোগ করে জানিয়েছেন তিনি ৷ ঘটনাটি রাজপুর সোনারপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আচার্য প্রফুল্লনগর বিদ্যায়তন ৷

    বিহারের কাটিহারে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৮। গুরুতর জখম দু'জন। কাটিহারের কুরসেলা থানা এলাকায় চাঁদপুর হনুমান মন্দিরের কাছে সোমবার বেশি রাতে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, পূর্ণিয়া জেলার রুপৌলি থানা এলাকার ঢিবরা গ্রাম থেকে একটি স্করপিও গাড়িতে চেপে দশ জন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কোশকিপুর যাচ্ছিলেন তারা।

    ব্রিটেনে শুশ্রুষা শেষে প্রায় চার মাস পরে বাংলাদেশে ফিরছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশে গত কয়েক মাস ধরে নির্বাচনের দাবি উঠছে পড়শি দেশে। বিশেষজ্ঞদের একাংশের অনুমান খালেদা ফিরলে বিনএনপি এ ব্যাপারে পরবর্তী কর্মসূচি স্থির করবে।

    মুর্শিদাবাদ কাণ্ডে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে সল্টলেকে নিজের বাসভবনে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার দুপুর থেকে এই পরিবারটি শুভেন্দু অধিকারী সল্টলেকের এই বাড়িতেই রয়েছে। দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন তিনি।

    বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বদল হবে আবহাওয়ায়। শুক্রবার থেকে শুরু প্রবল গরম। সপ্তাহের শেষে পশ্চিমের জেলায় ফের চরম গরম পড়ার পূর্বাভাস।

    আজ মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহরমপুর থেকে এদিন ধুলিয়ানে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সুতিতেও যাবেন তিনি। সুতির ছাবঘাটিতে একটি প্রশাসনিক সভাও করবেন মুখ্যমন্ত্রী। নদিয়ার তেহট্টের মৃত জওয়ান ঝন্টু শেখের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

  • Link to this news (এই সময়)