• সৌমিত্র বনাম সুজাতা, অভিযোগের পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি
    আজকাল | ০৬ মে ২০২৫
  • আজকাল অয়েবডেস্ক: একসময়ের দম্পতি, আজ রাজনৈতিক যুদ্ধে দুই বিপরীত মেরুতে। গত লোকসভা ভোটে একে অপরের বিরুদ্ধে মাঝে মাঝেই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। মাঝে পরিস্থিতি শান্ত থাকলেও, ফের চর্চায় তাঁরা। বাঁকুড়া জেলার রাজনৈতিক আঙিনায় ফের উত্তেজনা। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুজাতা মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অভিযোগ, পাল্টা অভিযগে সরগরম রাজ্য রাজনীতি।

    সাংসদ দাবি করেছেন, ছয় মাস ধরে স্কুলে না গিয়েও কলকাতার একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সুজাতা নিয়মিত বেতন তুলে গেছেন। শুধু তাই নয়, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারের সময়ও তিনি স্কুলে না গিয়েও বেতন গ্রহণ করেন বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'সব প্রমাণ আমার কাছে ফাইলে রয়েছে। আমি প্রয়োজনে তা জনসমক্ষে আনব।'

    পাল্টা জবাবে সুজাতা মণ্ডল জানান, 'আমি কোনও দুর্নীতি করিনি। সরকারি নিয়ম মেনেই বেতন পাই। সাংসদ যে স্কুলের কথা বলেছেন, আমি সেই স্কুল থেকে অনেক আগেই বদলি হয়ে গেছি।' পাশাপাশি, তিনি দাবি করেন, সৌমিত্র খাঁ এখন গুরুত্ব হারাচ্ছেন, তাই প্রচারের আলোয় থাকতে ইচ্ছাকৃতভাবে এমন মিথ্যা অভিযোগ করছেন।

    এখানেই থেমে থাকেননি সুজাতা। সুজাতার পাল্টা অভিযোগ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে।  কয়লা পাচার, চাকরির নামে অর্থ নেওয়া, বালি ব্যবসায় তোলাবাজি সহ একাধিক বেআইনি কার্যকলাপের মাধ্যমে সম্পত্তি গড়ে তোলার অভিযোগ। এখন দু' পক্ষই একে অপরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।  
  • Link to this news (আজকাল)