• চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে...
    আজকাল | ০৬ মে ২০২৫
  • অতীশ সেন, ডুয়ার্স: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। পথেঘাটে ঘুরে বেড়ানো এই মহিলাকে উদ্ধার করে শেলটার হোমে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হতেই ফিরল তাঁর স্মৃতিশক্তি। পরিবারের সদস্যদের বাড়ি খুঁজে তাঁদের হাতে তুলে দেওয়া হল ওই মহিলাকে। গল্পের মতো মনে হলেও এমনই ঘটনা ঘটলো আলিপুরদুয়ার এর বীরপাড়ায়। 

    জানা গিয়েছে, গত সপ্তাহে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় এক মধ্যবয়সী অচেনা মহিলাকে ইতস্তত ঘুরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। মহিলার আচরণ ও কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কথা বলে বুঝতে পারেন মহিলা মানসিকভাবে সুস্থ নন। পরবর্তীতে বীরপাড়ার ডিমডিমা এলাকায় অবস্থিত হেভেন শেলটার হোমে সেই মহিলাকে নিয়ে যায় পুলিশ। 

    শেলটার হোমের কর্ণধার সাজু তালুকদার জানান, মহিলা নিজের নাম-পরিচয় বলতে পারছিলেন না। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা শুরু হয়। দুই দিন ওষুধ খাওয়ানোর পরই ওই মহিলা কিছুটা স্মৃতিশক্তি ফিরে পান। তিনি জানান, তাঁর নাম সারদা লাকড়া, বানারহাটের তোতাপাড়া চা বাগানে তাঁর দাদার বাড়ি রয়েছে। 

    মহিলার কথা অনুযায়ী সোমবার সকালে তাঁকে তোতাপাড়া চা বাগানে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তাঁর দাদার বাড়ির খোঁজ মেলে। পরবর্তীতে মহিলাকে তাঁর দাদা-বৌদির হাতে তুলে দেওয়া হয়। 

    সাজু আরও বলেন, তিনি জানতে পারেন এই মহিলার স্বামী রেল দপ্তরে চাকরি করতেন। তাঁর একটি সন্তানও রয়েছে। স্বামীর অকালমৃত্যুর শোকে এই মহিলা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীতে তাঁর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। তিনি মায়ের সঙ্গে শিলিগুড়িতে থাকতেন। কোনও ভাবে ট্রেনে চড়ে এই মহিলা হাসিমারা এলাকায় চলে এসেছিলেন। নিজের পরিচয় ও ঠিকান মনে করতে না পারায় ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। বিষয়টি পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে। এক ভবঘুরে নিজের স্মৃতি ফিরে পাওয়ার সাথেই পরিবারের কাছে ফিরে যাওয়া ঘটনায় সাজু বাবু আনন্দ প্রকাশ করেছেন।
  • Link to this news (আজকাল)