সাতসকালেই আকাশ হবে কালো, কিছুক্ষণেই ধেয়ে আসবে ঝড়-তুমুল বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণে জারি সতর্কতা...
আজকাল | ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণাবর্তের অবস্থান, আর ঠিক সেই কারণেই বৈশাখের প্রখর তাপপ্রবাহের মাঝে বেশ স্বস্তি উত্তর থেকে দক্ষিণে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দুর্যোগের ঘনঘটা অব্যাহত থাকবে বাংলায়। সপ্তাহের শুরুর দিন, অর্থাৎ সোমবার থেকে আগামী কয়েকদিন জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, বুধের পর কমতে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই কিছুটা বাড়তে পারে গরম। এক ধাক্কায় কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।
হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু অংশে আগামী কয়েকঘণ্টায় ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০কিমি প্রতি ঘণ্টা।
আগামী কয়েকঘণ্টায় আকাশ কালো হয়ে আসার সম্ভাবনা নদীয়ার বিস্তীর্ণ এলাকায়। হালকা থেকে মাঝারি বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি বেগে। তিন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনায় জারি হলুদ সতর্কতা।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি। তবে সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি।