সেলফি তুলতে নেমে বালির ব্রিজ থেকে গঙ্গায় মরণঝাঁপ! রাত পর্যন্ত তল্লাশিতে মেলেনি খোঁজ...
আজকাল | ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বালি ব্রিজ থেকে যাচ্ছিলেন দক্ষিণেশ্বরের দিকে। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নামেন সেলফি টোলার জন্য। সূত্রের খবর, তার মাঝেই আচমকা ঝাঁপ দেন ব্যক্তি।
বালির ব্রিজ থেকে মরণঝাঁপ। ঘটনার পরেই গঙ্গায় তল্লাশি চালালেও রাত অবধি খোঁজ মেলেনি তাঁর। জানা গিয়েছে ওই ব্যক্তি বাগুইআটির বাসিন্দা। নাম তাপস রঞ্জন চক্রবর্তী। বয়স ৫৫ বছর বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পরিচিত এক ব্যক্তির সঙ্গে গাড়িতে করে বালি ব্রিজে ওঠেন। তারপর বালি থেকে দক্ষিণেশ্বর যাবার সময় ব্রিজে গাড়ি থামিয়ে রাস্তায় যান। সেলফি তোলার সময় ব্রিজ থেকে ঝাঁপ দেন বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় বালি থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গঙ্গায় তল্লাশি অভিযান চালান।
কেন এমন ঘটনা ঘটালেন ওই ব্যক্তি খোঁজ খবর শুরু করেছে পুলিশ। এর আগেও বালি ব্রিজ থেকে মরণঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সেলফি তোলার সময় গঙ্গায় ঝাঁপ দেওয়ার মতো ঘটনা ঘটেনি।