• দিঘা জগন্নাথ ধাম নিয়ে 'ফেক পোস্ট' BJP নেতাদের? ছবি-সহ দাবি পুলিশের
    আজ তক | ০৬ মে ২০২৫
  • এরপর দ্বিতীয় টুইটে লেখা, 'আপনারা নিজেরাই দেখে নিন। এটি সম্পূর্ণ মিথ্যা। দীঘা জগন্নাথ ধাম ভক্ত-তীর্থযাত্রীদের ভক্তির জায়গা হিসাবে অক্ষতই রয়েছে।'

    এরপর সরাসরি এগুলিকে 'মিথ্যা প্রোপাগান্ডা' বলেও উল্লেখ করা হয় আরও এক টুইটে। এমন গুজব ও মিথ্যা রটনার ক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

    পূর্ব মেদিনীপুর পুলিশ জানিয়েছে, 'সমাজ মাধ্যমে দীঘা জগন্নাথ ধাম সম্পর্কিত বেশ কিছু ভুয়ো খবর প্রচারিত হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সমস্ত ভুয়ো খবর ছড়ানো সংক্রান্ত বিষয়ে দীঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে।'
  • Link to this news (আজ তক)