‘মমতার যাত্রাপথে হিন্দু গ্রামগুলিকে ঘিরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে’
হিন্দুস্তান টাইমস | ০৬ মে ২০২৫
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের দাঙ্গাকবলিত এলাকা পরিদর্শের সময় যাত্রাপথে হিন্দু গ্রামগুলিকে ঘিরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সোমবার সন্ধ্যায় দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, যাত্রাপথে তৃণমূলের কিছু হিন্দুকে দাঁড় করিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রমাণ করার চেষ্টা করবেন মমতা। মুখ্যমন্ত্রীর সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদে নবান্ন থেকে এক চিঠিতে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই সফরে পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। মোট ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এডিজি -র চিঠিতে এই তথ্য আপনারা দেখবেন। এবং পছন্দের লোকজনকে নিয়ে যাওয়া হয়েছে। সেটা উনি পারেন। উনি পুলিশমন্ত্রী, পশ্চিমবঙ্গের সম্রাজ্ঞী। আমাদের তা নিয়ে নৈতিকতার প্রশ্ন থাকতে পারে কিন্তু অনিয়মের কোনও প্রশ্ন নেই।’
এর পরই পুলিশের একটি চিঠি হাতে নিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এখানে কতগুলো স্পেশ্যাল ব্রিফিং করা হয়েছে পুলিশের লোকেদের। আমাদের মধ্যেও তো পুলিশের অনেক লোকজন রয়েছে। তারা ব্রিফিংটা আমাদের জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে পুলিশদের নেতৃত্ব দেবেন এক ঝাঁক IPS অফিসার।’ বিরোধী দলনেতার কটাক্ষ, ‘যারা মোথাবাড়িতে হিন্দুদের দোকান ও ঘর লুঠের সময় লুকিয়ে পড়েছিল টেবিলের তলায়। যারা ১০ এপ্রিল সুতিতে, ১১ ও ১২ এপ্রিল ধুলিয়ান ও সামসেরগঞ্জে শাটারের তলায় ঢুকে গেছিল। তারা এখন বেরিয়েছেন মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথকে নিষ্কণ্টক করতে।’
শুভেন্দুবাবুর দাবি, ‘এছাড়া মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারেন।’ তিনি বলেন, ‘এই ভাষায় আমার আপত্তি রয়েছে। আমি বলব তারা যাতে তাদের যন্ত্রণার কথা মুখ্যমন্ত্রীকে বলতে না পারেন।’
তিনি বলেন, ‘পুলিশি নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথে পুলিশ কিছু তৃণমূলের হিন্দুদের সাজিয়ে রেখে দিদি দিদি বলে চিৎকার করাবে। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামবেন। কুশল বিনিময়ের মাধ্যমে জিজ্ঞাসা করবেন, আপনারা সব মিলে মিশে আছেন তো? এর পর তিনি ধুলিয়ান বিডিও অফিসে যাবেন। সাথে ফিরহাদ হাকিম থাকবেন।’