বিরাটি থেকে গ্রেফতার পাক নাগরিক আজাদকে নিয়ে বিস্ফোরক তথ্য এল ইডির হাতে
হিন্দুস্তান টাইমস | ০৬ মে ২০২৫
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক ভুয়ো পরিচয়ে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছিলেন। এমনকী ২টি নির্বাচনে ভোটও দিয়েছে সে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জেরায় বহু প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছে আজাদ। যাতে গোয়েন্দাদের অনুমান, ধৃত ব্যক্তি পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISIএর এজেন্ট হলেও হতে পারে।
ইডি সূত্রে খবর, জেরায় আজাদ জানিয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে সে। তার বাংলাদেশে এক স্ত্রী রয়েছেন। পশ্চিমবঙ্গে এসে সে ২০২০ সালে আরও ১টি বিয়ে করে। এর পর সেই স্ত্রীর পরিচয় ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলে আজাদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছে অভিযুক্ত।
গোয়েন্দা সূত্রে খবর, শুধু জাল পাসপোর্ট তৈরি বা হাওয়ালা কারবার নয়, আরও কোনও গভীর ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে আজাদ। তদন্তকারীদের অনুমান, ভারতে ISIএর চর হিসাবে কাজ করছিল সে। অভিযুক্তের গতিবিধি জানতে ইতিমধ্যে তাঁকে বেশ কয়েকবার জেরা করেছে NIAএ। সত্যিই ধৃতের সঙ্গে ISIএর যোগ ছিল কি না, থাকলে তার সঙ্গে এই চক্রে আর কারা যুক্ত ছিল জানতে তদন্ত চালাচ্ছে NIA ও ED.