• বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ
    দৈনিক স্টেটসম্যান | ০৬ মে ২০২৫
  • হাওড়া থেকে চলাচলকারী সব ট্রেনের ব্রেক ভ্যানকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সোমবার হাওড়ায় পার্সেল বুকিং বন্ধ রেখে বিক্ষোভ দেখিয়েছেন এজেন্টরা। তাঁদের দাবি, রেলের এই সিদ্ধান্তের কারণে কয়েকহাজার এজেন্ট ও শ্রমিকের আয় বন্ধ হয়ে যাবে। যদিও ডিআরএম সঞ্জীব কুমার বলেছেন, পলিসি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিচার করার আশ্বাস দিয়েছেন তিনি।

    উল্লেখ্য, এ দিন পূর্বা, ফলকনামা, যশবন্তপুর স্পেশাল ট্রেন সহ বহু ট্রেনে বুকিং না হওয়া অবস্থায় পণ্য রওনা দেয়। এর ফলে এ দিন রেলের তিরিশ-চল্লিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পার্সেল কর্মীরা। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এজেন্টদের প্রশ্ন, রেল ব্রেক ভ্যান বেসরকারি হাতে দিলে কেন এজেন্ট, শ্রমিক, ট্রলির লাইসেন্স দেওয়া হয়েছিল? যদিও এ বিষয়ে হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, পেরিসিবল মার্চেন্ট ছাড়া আর কাউকে লাইসেন্স দেওয়া হয়নি। পেরিসিবল জায়গায় অন্য কিছু বুকিং চলবে না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)