• ‘সনাতনী ছাড়া জমি বিক্রি করবেন না’, মন্তব্য বিজেপি সাংসদের
    দৈনিক স্টেটসম্যান | ০৬ মে ২০২৫
  • ফের বিস্ফোরক মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর। তিনি বলেছেন, ‘সনাতনী না হলে জমি বিক্রি করবেন না। সনাতনীদের ছাড়া অন্য কাউকে বাড়ি ভাড়াও দেবেন না।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস করা পাকিস্তানিদের খুঁজে বের করে তাঁদের ফেরত পাঠানোর দাবি তুলে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরের সামনে একত্রিত হয়েছিল বিজেপি কর্মীরা। তাঁরা সেখানে রীতিমতো বিক্ষোভ দেখায়। এরপর তাঁদের কর্মসূচিতে যোগদান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

    তিনি সেখানে একটি বক্তব্যে বলেছেন, “পশ্চিমবঙ্গের অনেকেই বিষয়টি বুঝতে পারছেন না। ভাবছেন যে আপনার করা বাড়িতে আপনি থাকবেন। কিন্তু না, ভবিষ্যতে আপনার সন্তানরা বাইরের রাজ্যে কাজ করতে চলে যাবে। আর তারপর আপনি মারা গেলেই আপনার বাড়ির দখল করে নেবে রোহিঙ্গারা।”

    এরপরই বাঁকুড়ার মানুষকে সাবধান করেন সাংসদ। তিনি বলেন, “বাংলাদেশের রোহিঙ্গাদের কোনও জমি বিক্রি করবেন না। সনাতনী না হলে জমি বিক্রি করবেন না। এমনকি সনাতনী ছাড়া অন্য কাউকে বাড়ি ভাড়াও দেবেন না। প্রয়োজন পড়লে একটু কম খাবেন, তবু তাদের কোনওভাবে জমি বিক্রি করবেন না বা বাড়ি ভাড়া দেবেন না।”

    সৌমিত্র খাঁ-এর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বইছে রাজনৈতিক মহলে। এদিন বিষ্ণুপুরের সাংসদ বলেছেন, কলকাতার ৯০ শতাংশ বাড়ি রোহিঙ্গারা এইভাবেই দখল করে নিয়েছে। বাঁকুড়ার পরিণতি যেন তেমন না হয়। তাঁদের অবস্থান সবসময়ই সনাতনী এবং হিন্দুদের পক্ষে। অন্যদিকে, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় এই মন্তব্যের তীব্র সমালোচনা করে জানান, দিনের আলোতে প্রকাশ্যে বিষ্ণুপুরের সাংসদ হুঁশিয়ারি দিচ্ছেন। এসব বলা যায় না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)