• ‘অ্যাক্টিং পিএম’কে নিশানা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ০৬ মে ২০২৫
  • সীমান্ত সুরক্ষার বদলে সাম্প্রদায়িক হিংসা নিয়ে রাজনীতি করতে ব্যস্ত ‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’, সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কে এই অ্যাক্টিং প্রাইম মিনিস্টার তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এর উত্তর বিজেপি দিতে পারবে বলে কটাক্ষ করেছেন মমতা।

    মুর্শিদাবাদ থেকে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, ‘সাম্প্রদায়িক দাঙ্গা না বাঁধিয়ে সীমান্ত রক্ষা করার চেষ্টা করুক বিজেপি সরকার। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের ন্যায়বিচার দিন। মাতৃভূমি ভারতকে আমরা সকলেই ভালোবাসি। তবে দেশটা অ্যাক্টিং প্রাইম মিনিস্টার চালাচ্ছেন। তাঁকে সীমান্তরক্ষায় মন দিতে বলব। চেয়ারে বসে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করবেন না।’ মমতা আরও দাবি করেছেন, তিনি সাংসদ হিসেবে ১০–১২ জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন। কিন্তু এ রকম ‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’ দেখেননি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)