• বিধ্বস্ত সামশেরগঞ্জ! আক্রান্তদের পাশে দাঁড়াতে, মুখ্যমন্ত্রী আজই ঘটনাস্থলে...
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার মুর্শিদাবাদ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে জেলাশাসকের দফতরে বৈঠক করলেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল'। সঙ্গে জেলার বিধায়ক, সাংসদেরও কড়া বার্তা, 'শুধু ভোটে জিতে বসে গেলে হবে না। এলাকায় যান, মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন'। সূত্রের খবর তেমনই।মুর্শিদাবাদে আজ মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিন। আজ তিনি প্রথমে শামসেরগঞ্জের বিডিও অফিসে যাবেন। সেখানে তিনি যাবেন  মূলত আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলবেন। সামশেরগঞ্জের পরে তিনি সোজা চলে যাবেন সুতিতে। যেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। কিন্তু এই সভাতেই তেহট্টের নিহত জওয়ানের পরিবার যেরকম থাকবে ঠিক তেমনি গুলিতে নিহত ব্যক্তির পরিবারও উপস্থিত থাকবে। গতকালই মুর্শিদাবাদে ঢুকেই মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেন। সেখানে একদিকে প্রশাসন অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সক্রিয় হওয়ার বার্তা দেন। আজ শামসেরগঞ্জ এলাকার মানুষের সঙ্গে কথা বলার পরে সুতিতে সভায় তিনি কি বার্তা দেন সেদিকেই নজর।

    এপ্রিল মাসের শুরুতে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছিল মুর্শিদাবাদ। বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। বাদ যায়নি কিছুই। অশান্তিতে মৃত্যু হয় ৩ জনে। ঘরছাড়া হন বহু। দীঘা থেকে ফিরে এবার মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী।এদিন মুর্শিদাবাদে পৌঁছেই জেলাশাসকের দফতরে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি, জেলাশাসক যেমন ছিলেন, তেমনই ছিলেন জেলার সাংসদ ও বিধায়করা।

  • Link to this news (২৪ ঘন্টা)