অয়ন ঘোষাল: বুধবার পর্যন্ত বৃষ্টি। বৃহস্পতিবার হওয়া বদল। শুক্রবার থেকে গরম। সপ্তাহের শেষে পশ্চিমের জেলায় ফের চরম গরম।
দক্ষিণবঙ্গ
উইকেন্ডে শুষ্ক আবহাওয়া। সপ্তাহান্তে রীতিমতো উষ্ণতার ছোঁয়া ফিরতে পারে। শুক্রবার থেকে রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া রাজ্যে। বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকেই পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া ও মুর্শিদাবাদে।
বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গ
মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যে এক পসলা দু এক জায়গায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।
বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিকে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
কলকাতা
আজ বৃষ্টির সম্ভবনা বেশি। কাল অপেক্ষাকৃত কম। বৃহস্পতিবার থেকে হওয়া বদল। সপ্তাহের শেষে গরম ফিরবে। রবিবার তাপমাত্রার দোসর হতে পারে জলীয় বাষ্প পূর্ব অস্বস্তিকর আবহাওয়া।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি নিচে। ২৭.৭ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি নিচে। ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫২ থেকে ৮৯ শতাংশ।