• জগন্নাথধাম দর্শন ঘিরে বিজেপিতে অন্তর্কলহ! দিলীপ বললেন ‘টেনশন নেবেন না’
    প্রতিদিন | ০৬ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথধাম দর্শনে গিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন বঙ্গ বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। দলের নেতারা প্রকাশ্যে উষ্মাপ্রকাশ করেছেন। যা জন্ম দিয়েছে নতুন জল্পনার। পদ্মশিবিরেরই একাংশের ইঙ্গিত, ফুল বদল করে দিলীপ ঘাসফুল শিবিরের পথে। খড়গপুরের চা চক্র থেকে এদিন দিলীপ ফের বুঝিয়ে দিলেন, এসব নিয়ে চর্চা করে কোনও লাভ নেই। দলের নির্দেশ ভেঙে তিনি কিছু করেননি। স্বমহিমায় দিলীপ বললেন, ‘সব ঠিক আছে, টেনশন নেবেন না।’

    জগন্নাথধাম দর্শন নিয়ে বিতর্কের মাঝেই সোমবার সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে ঝাড়গ্রাম গিয়েছেন দিলীপ ঘোষ। তবে রাতেই তিনি ফিরে যান খড়গপুরে। মঙ্গলবার সকালে সেখানেই চা চক্রে যোগ দেন। স্বাভাবিকভাবেই জগন্নাথধাম দর্শন ও বিতর্ক প্রসঙ্গ উঠতেই একহাত নেন দিলীপ। বিষয়টা কোনওভাবেই বিজেপির অন্তর্কলহ নয় বলেই দাবি করলেন তিনি। তবে দলের একাংশকে নিশানা করতেও ছাড়েননি তিনি। বললেন, “কিসের দন্দ্ব? কোনও এক ব্যাপারে বিজেপি নেতারা একমত নন। পার্টির কোন নির্দেশিকা নেই এবিষয়ে। কে মন্দির যাবে, কে মসজিদ যাবে বিজেপি কোনওদিন ঠিক করে দেয়নি, বিজেপিতে গণতন্ত্র আছে। অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে। কোনওটাই কেউ পার্টি থেকে জিজ্ঞেস করে করেনি, আমি চ্যালেঞ্জ করছি।”

    এরপরই দিলীপ বলেন, “পার্টিতে কিছু বাজনদার আছে। তাঁদের খুব চিন্তা হচ্ছে। তারা রীতি ঠিক করে দিচ্ছেন, পলিসি ঠিক করে দিচ্ছেন। আপনাদের বলব, এত টেনশন নেবেন না। বগল বাজাবেন না। বিজেপি বিজেপির মতোই আছে। জনতা বিজেপির সঙ্গে আছে।” উল্লেখ্য, আজ ফের গ্রামের বাড়িতে যাবেন দিলীপ। স্ত্রীকে নিয়ে বাইকে গ্রাম ঘুরে দেখার কথা তাঁর।
  • Link to this news (প্রতিদিন)