• ‘কলকাতার কোথাও পাঁচ ঘণ্টার বেশি জল দাঁড়াবে না’! বর্ষার আগে প্রস্তুতি বৈঠকে আশ্বাস মেয়রের
    আনন্দবাজার | ০৬ মে ২০২৫
  • আসন্ন বর্ষায় কলকাতার কোথাও পাঁচ ঘণ্টার বেশি জল দাঁড়াবে না। সোমবার পুরসভার বৈঠকে এমনই আশ্বাস দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে শহরে ‘রুফটপ’ রেস্তরাঁ, পানাশালা নিয়েও পুরসভার অবস্থান স্পষ্ট করেন তিনি।

    সোমবার পুরসভার কাউন্সিল চেম্বারে সেচ দফতর, পূর্ত দফতর, কলকাতা পুলিশ, সিইএসসি এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বর্ষার আগে প্রস্ততি নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ। সূত্রের খবর, কলকাতার খালগুলি কী অবস্থায় রয়েছে, উড়ালপুলের কী অবস্থা, পোর্ট ট্রাস্ট এলাকার বিষয়ে খোঁজখবর নেন মেয়র। পরে তিনি বলেন, ‘‘আমরা সিইএসসিকে সজাগ দৃষ্টি রাখতে বলেছি। কলকাতা পুরসভার কাজ পাম্পিং স্টেশন ঠিক রাখা, সব লকগেট ঠিক রাখা। নিকাশি-নালা থেকে কয়েক লক্ষ টন পলি সরিয়েছি। কলকাতার কোথাও পাঁচ ঘন্টার বেশি জল দাঁড়াবে না। গঙ্গার জল ভাটার সময় বেরিয়ে যায়। জোয়ারের সময় বৃষ্টি হলেই একটু অসুবিধা হয়।’’

    বৈঠকে কেইআইআইপি (কলকাতা এনভারমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট)-র কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। পরে তিনি বলেন, ‘‘বিভিন্ন জায়গায় নিকাশি এবং রাস্তার কাজ করছে কলকাতা পুরসভার অন্তর্গত কলকাতা এনভায়রমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এখনও অনেক জায়গায় নিকাশি এবং রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি, বিশেষ করে সাহায্যপ্রাপ্ত এলাকায়। যে রাস্তা তারা করতে পারছে না, সেটা পুরসভা করে দিচ্ছে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায়।’’ তিনি জানিয়েছেন, বন্দর এলাকার অনেক রাস্তাও পুরসভাকেই করে দিতে হয়েছে। এই নিয়ে বন্দর কর্তৃপক্ষ, যা কেন্দ্রের অধীনে, তাঁদের সহযোগিতা মেলেনি বলেই জানিয়েছেন তিনি।

    ‘রুফটপ’ রেস্তরাঁ নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়র। কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে একটি ‘রুফটপ’ রেস্তরাঁ ভাঙার বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে। ওই মামলায় ‘রুফটপ’ রেস্তরাঁটি ভাঙার কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। সেখানে নতুন করে আর ভাঙার কাজ করা যাবে না। এই নিয়ে ফিরহাদ বলেন, ‘‘আমরা তো আর আদালতের উপরে দায়িত্ব নিতে পারি না। আদালতের নির্দেশ মানতেই হবে।’’ তিনি এ-ও জানিয়েছেন যে, মানুষকে নিজের দায়িত্ব নিতে হবে। পুরসভারও বার বার নোটিস দেওয়া পছন্দ নয়। কিন্তু উপায় না থাকলেই এ সব করতে হয়। তিনি মনে করেন, যে ভাবে শহরে ‘রুফটপ’ গজিয়ে উঠেছে, তাতে ‘অশনি সঙ্কেত’ রয়েছে। সব ছাদের জায়গা দখল করে রাখা হলে, আগুন লাগলে ছাদের উপরে লোক উঠলেও নির্মাণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হবে বলে আশঙ্কা মেয়রের।
  • Link to this news (আনন্দবাজার)