আইআইটি খড়্গপুরের হস্টেলে আবার এক পড়ুয়ার রহস্যমৃত্যু! চলতি বছরেই তিন ঘটনা
আনন্দবাজার | ০৬ মে ২০২৫
খড়্গপুর আইআইটিতে ফের রহস্যমৃত্যু পড়ুয়ার। রবিবার ভোরে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মহম্মদ আসিফ কমর নামে ২২ বছর বয়সি ওই ছাত্রের ঝুলন্ত দেহ পাওয়া যায় হস্টেলের ঘরে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়্গপুরেই তিন ছাত্রের দেহ উদ্ধারের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, আসিফ বিহারের শিওহর জেলার গারাহিসার গ্রামের বাসিন্দা। বর্তমানে থাকতেন খড়্গপুর আইআইটির মদন মোহন মালবীয় (এমএমএম) হলের এসডিএস ব্লকের একটি ঘরে। শনিবার রাত থেকেই তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সহপাঠীরা বার বার ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। কেউ ভেতর থেকে সাড়া দেননি, এমনকি ফোনও তোলেননি। সন্দেহ হওয়ায় সহপাঠীরাই খবর দেন হস্টেল কর্তৃপক্ষকে। তার পরে খবর যায় থানায়।
রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তারাই হস্টেলের ঘরের দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে দেখে সিলিং থেকে ঝুলছে আসিফের নিথর দেহ! ওই অবস্থা থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন আসিফকে। দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষের তরফে তাঁর বিহারের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পরিবারের সদস্যেরা রওনা দিয়েছেন খড়্গপুরের উদ্দেশ্যে। ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
প্রসঙ্গত, গত মাসেই এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল আইআইটি খড়্গপুরের হস্টেলের ঘর থেকে। মৃত পড়ুয়ার নাম ছিল অনিকেত ওয়ালকর। মহারাষ্ট্রের বাসিন্দা। আইআইটি খড়্গপুরের ওশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। হস্টেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর।
গত ১২ জানুয়ারিও খড়্গপুর আইআইটিতে আর এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছিল। মৃত পড়ুয়ার নাম ছিল শাওন মালিক (২১)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। হস্টেলের ঘর থেকে তাঁরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার দিন দুয়েক আগেই খড়্গপুর আইআইটি-র এক শিক্ষাকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। এই নিয়ে চলতি বছরে একই ধরনের তিনটি ঘটনা ঘটল।