• উত্তরকন্যায় উদয়নের সঙ্গে বৈঠকে শঙ্কর! মন্ত্রীর কাছে কোন কোন দাবি রাখলেন বিজেপি বিধায়ক?
    আনন্দবাজার | ০৬ মে ২০২৫
  • শিলিগুড়ি বিধানসভা এলাকার উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় উপস্থিত হন শিলিগুড়ির বিধায়ক উদয়ন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অফিসে গিয়ে তাঁর হাতে কয়েক’টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন তিনি।

    বিজেপি সূত্রে খবর, মন্ত্রীর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে তাদের অন্যতম দাবি, শহরে ‘মাল্টিলেভেল পার্কিং সিস্টেম’ এবং শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের জলনিকাশির ব্যবস্থা করা। তা ছাড়াও শিলিগুড়ির বিধায়ক তাঁর বিধানসভা এলাকার বেশ কিছু ওয়ার্ডের নানা সমস্যার কথা উদয়নের সামনে তুলে ধরেছেন। সমস্যা সমাধানে কী করণীয়, সে নিয়ে আলোচনা করেছেন।

    উদয়ন এবং শঙ্করের সাক্ষাৎ ঘিরে কৌতূহল তৈরি হয়েছিল। উত্তরকন্যা থেকে বেরিয়ে শঙ্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সামগ্রিক উন্নয়নের ইস্যু রাজনীতির ঊর্ধ্বে। আমার বিধানসভা এলাকার একাধিক ওয়ার্ডের সমস্যা লিখিত আকারে উন্নয়ন মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টির দিকে নজর দেওয়া হবে বলে আশা করছি।’’

    বিজেপি বিধায়ক এবং তৃণমূলের মন্ত্রীর বেশ কিছু ক্ষণের বৈঠক সম্পর্কে উদয়নও মুখ খুলেছেন। তবে তিনি কটাক্ষ করে বলেন, ‘‘দেরি করে এসেছেন বিধায়ক। ইতিমধ্যে শিলিগুড়ি বিধানসভা এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার উন্নয়নের জন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বকেয়া টাকা মিটিয়ে দিলে এই দিকটি খতিয়ে দেখা হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)