• ‘স্টপ টেররিজ়মে’র বার্তা দিতে স্কুটিতে লাদাখ যাচ্ছেন বর্ধমানের সুতপা
    এই সময় | ০৬ মে ২০২৫
  • সূর্যকান্ত কুমার, কালনা

    সন্ত্রাসের আবহে কেউ সুস্থ ভাবে বাঁচতে পারেন না। সন্ত্রাস বন্ধ করতেই হবে— এই বার্তা নিয়ে স্কুটিতে চেপে লাদাখ যাচ্ছেন পূর্ব বর্ধমানের বাঘনাপাড়া সিকেডি গার্লস স্কুলের শিক্ষিকা সুতপা দাস। তিনি বলছেন, ‘পহেলগামে যে ভাবে নিরীহ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আর ঘরে বসে থাকতে পারছি না। এই সন্ত্রাসবাদকে থামাতেই হবে।’

    স্কুলে লম্বা ছুটি মিললেই বিভিন্ন রাজ্যে ছুটে যাওয়ার জন্য মন চঞ্চল হয়ে ওঠে তাঁর। তবে নিছক বেড়ানোর উদ্দেশ্য নিয়ে তিনি বাড়ি থেকে বেরোন না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে যান সামাজিক বার্তা নিয়ে।

    এর আগেও তিনি রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময়ে তিনি পথে নেমেছিলেন। নেপালে গিয়েছিলেন যুদ্ধ বন্ধের আবেদন জানাতে। এ বার তাঁর লাদাখ ট্রিপে সঙ্গী স্কুটি এবং একটা ব্যাগ। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার রাজারপুরের বাসিন্দা, বছর চল্লিশের সুতপা দাস মনেপ্রাণে চান, এমন হত্যার রাজনীতি এ বার বন্ধ হওয়া প্রয়োজন।

    শারীরশিক্ষার শিক্ষিকা সুতপা। এখনও বিয়ে করেননি। সোমবার স্কুটিতে তিনি রওনা হয়েছেন লাদাখে। কালো রঙের স্কুটির সামনে লাগানো রয়েছে জাতীয় পতাকা। পিছনের সিটে বাঁধা একটি ব্যাগ। রয়েছে একটি বড় প্ল্যাকার্ড, যেখানে লেখা, ‘স্টপ টেররিজ়ম।’

    রওনা হওয়ার আগে সুতপা বলছিলেন, ‘শুধু কাশ্মীরের ঘটনা বলেই নয়, বিশ্ব জুড়ে যে সন্ত্রাস চলছে, তা অবিলম্বে বন্ধ হোক।’ কী ভাবে তিনি প্রচার চালাবেন? সুতপার মন্তব্য, ‘প্রথমে যাব ঝাড়খণ্ডে। সেখান থেকেই কাজ শুরু হবে। পরে উত্তরপ্রদেশ, দিল্লি, হিমাচল প্রদেশ হয়ে লাদাখে যাব। যাঁর সঙ্গে দেখা হবে, তাঁর কাছেই অনুরোধ রাখব, সন্ত্রাসবাদকে রুখতে হবে। আমরা রক্ত দেখতে চাই না।’

  • Link to this news (এই সময়)