• রাজ্যের কোথায় কোথায় মক ড্রিল? যুদ্ধকালীন মহড়ায় কারা থাকবেন?
    এই সময় | ০৬ মে ২০২৫
  • ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহেই সোমবার বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে দীর্ঘ কয়েক দশক পরে সাধারণ জনগণের জন্য যুদ্ধকালীন মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৭ মে, বুধবার সারা ভারতের সঙ্গে এ রাজ্যেও ওই মহড়া হবে। গোটা দেশে কমবেশি আড়াইশোটি জায়গায় এই মহড়া হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে কতগুলি জায়গা রয়েছে? একটি সূত্রের খবর, চারটি জায়গায় এই মহড়া হতে পারে। আবার অন্য একটি তালিকায় প্রায় ৩১ টি জায়গার নাম উল্লেখ হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিশ্চিত ভাবে কোনটি সঠিক তা জানা সম্ভব হয়নি। যে তালিকায় ৩১টি জায়গায় নাম উল্লেখ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ক্যাটিগরি ১-এর কোনও জায়গা নেই। ক্যাটিগরি ২- রয়েছে ২৪টি জায়গা। ক্যাটিগরি ৩-এ রয়েছে ৭টি জায়গা। ক্যাটিগরি ২-এর অধীনে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, বালুরঘাট, হাসিমারা, দিনহাটা, কালিম্পং-সহ মোট ২৪টি জায়গা রয়েছে। ক্যাটিগরি ৩-এর অধীনে রয়েছে বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদ

    যুদ্ধ প্রস্তুতি নিয়ে মঙ্গলবার বেলা পৌনে এগারোটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্যগুলির ভিডিয়ো কনফারেন্সে বৈঠক হয়েছে। এরপরে বিকেল সাড়ে চারটের সময় আরও একটা মিটিং হবে। দেশে কমবেশি আড়াইশোটি জায়গায় মহড়া হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে কতগুলি জায়গায় হবে সেটা বিকেলের মিটিংয়ে চূড়ান্ত হবে। বিকেলের মিটিংয়ে রাজ‍্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্রসচিব। তারপরে সিদ্ধান্ত নিয়ে রাজ্যের তরফে বিষয়টি জানানো হবে বলে সূত্রের খবর।

    বুধবারের মহড়ায় অংশ নেবেন ডিএম, এসপি, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড, ডাক্তার, নার্স, এনসিসি স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের পড়ুয়ারা।

  • Link to this news (এই সময়)