• কাশ্মীরে নিহত শহীদ ঝন্টু আলি শেখের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী, স্ত্রীকে দিলেন চাকরি ...
    আজকাল | ০৬ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে  সুতির প্রশাসনিক সভামঞ্চ থেকে শহীদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি ঝন্টুর স্ত্রী শাহনাজ পারভিনকে কৃষ্ণনগর পুলিশ জেলায় হোম গার্ডের চাকরির ব্যবস্থাও করে দেন তিনি।

    মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'জঙ্গি দমন করতে গিয়ে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ দিতে হয়েছে শহীদ ঝন্টু আলি শেখকে । যারা দেশেকে রক্ষা করার জন্য প্রান্ত ত্যাগ করেন তাঁদের এবং তাঁদের পরিবার পরিজনদের আমরা স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। আমরা সব সময় যেন এই পরিবারগুলোকে আমাদের সঙ্গে রাখতে পারি সেই চেষ্টাই করব।'

    তিনি আরও বলেন, 'কৃষ্ণনগর পুলিশ জেলায় ঝন্টু আলি শেখের স্ত্রী শাহনাজ শেখকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে। তাঁর ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে সামান্য ১০ লক্ষ টাকা তাঁর পরিবারের হাতে তুলে দিলাম'।

    প্রসঙ্গত, নদিয়া জেলার তেহট্টের পাথরঘাটা অঞ্চলের বাসিন্দা ৬ প্যারা এসএফ-এ  কর্মরত ছিলেন ঝন্টু আলি শেখ।। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই উধমপুরের জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে নিহত হন ঝন্টু । এদিন শহীদ ঝন্টু আলির প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করে যেকোনও পরিস্থিতিতে তাঁর  পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

    পাশাপাশি, মঙ্গলবার সুতি,সামশেরগঞ্জ, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের হিংসায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৮০টি পরিবারের হাতে এক লক্ষ কুড়ি হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
  • Link to this news (আজকাল)