দেশের একাধিক রাজ্যে বুধবার সিকিউরিটি ড্রিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়া চলবে। নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয়, কীভাবে উদ্ধারকার্য চালানো হবে জরুরি পরিস্থিতিতে, প্রশিক্ষণ দেওয়া হবে সেসব বিষয়েও। এই মহড়ায় অংশগ্রহণ করবেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, সাধারণ শিক্ষার্থী-সহ অনেকেই।প্রশিক্ষণ দেওয়া হবে স্কুল ও কলেজ পড়ুয়াদের।
২৭টি রাজ্য, ৮টি কেন্দ্র শাসিত অঞ্চলে দিল্লি-সহ ভারতের মোট ২৫৯টি জায়গায় বুধবার অসামরিক মহড়া হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, তালিকায় কি রয়েছে বাংলা? থাকলে বাংলার কোন কোন জায়গা?
স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায় রয়েছে বাংলার ৩১টি জায়গা-