'ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যান', মুর্শিদাবাদে কড়া বার্তা মমতার...
আজকাল | ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ওয়াকফ নিয়ে আর আন্দোলন নয় রাজ্যে। কেউ আন্দোলন করতে চাইলে দিল্লিতে যেতে পারেন। বাংলায় কোনও সমস্যা হবে না। বাংলার সরকার কারও জমি অধিকার করে না। কেউ অধিকার করলে, তা রক্ষা করার দায়িত্ব সরকারের। এই প্রসঙ্গে আর অশান্তি করলে, সবচেয়ে বড় শত্রু হবেন তিনি। মুর্শিদাবাদে সাফ বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভায় গিয়ে সাম্প্রতিক হিংসায় মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সভার আগে সামশেরগঞ্জের বিডিও অফিসে প্রায় ২৮০ টি পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রশাসনিক সভামঞ্চ তিনি ঘোষণা করলেন,মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কাজের সুবিধার জন্য সুতি -ফরাক্কা এবং সামশেরগঞ্জ ব্লককে নিয়ে নতুন মহকুমা তৈরি করা হবে।
পাশাপাশি ওয়াকফ সংশোধন আইন নিয়ে রাজ্যে আন্দোলন প্রসঙ্গে সাফ বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, 'যদি এই বিষয়ে কারও আন্দোলন করার থাকে তাহলে দিল্লিতে যান। এখানে ওটা হবে না (ওয়াকফ সংশোধনে আইন লাগু)। আমি কারও জমি অধিকার করি না, এটা নিয়ে আর যেন কেউ গোলাগুলি করবেন না। করলে আপনার সবচেয়ে বড় শত্রু আমি হব।' মঙ্গলবার সুতির প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার উন্নয়নের জন্য প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে দেড়শ'টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। এদিন সুতির সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষে মানুষে ভাগ করবেন না। আমি আমার চোখের সামনে কোনও দাঙ্গা দেখতে চাই না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে আনা হয়। কারও কথায় দাঙ্গা করবেন না, দাঙ্গা করলে সবাই থাকবে কিন্তু দিদি থাকবে না আপনার পাশে।' বিজেপির নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা বলে আমি নাকি ধর্ম মানি না। ওদের কাছ থেকে আমাকে ধর্ম শিখতে হবে? আমি মানবিক ধর্ম পালন করি। মা মাটি মানুষ আমার গোত্র। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার সময়ও এই গোত্রেই পুজো দিয়েছি।' সঙ্গে আরও বলেন, 'কালীঘাটের স্কাইওয়াক করলে দাঙ্গাকারী দলটা কিছু বলে না। আমি দুর্গাপুজো , ঈদ ,বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, জৈন-পারসিকদের মন্দির সব জায়গাতেই যাই। আমি মানুষ মানুষে বিভেদ করি না।' মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, 'কেন্দ্র সরকার কোনও আইন করলে অনেক সময় আমরা বিরোধিতা করেও কিছু করতে পারি না। কিন্তু এই রাজ্যে যতদিন আমি আছি হিন্দু- মুসলিম -শিখ বা অন্য কারও গায়ে স্পর্শ করতে দেব না।' এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী