সম্পত্তি নিয়ে বিবাদের জের, দত্তপুকুরে বৃদ্ধকে পিটিয়ে খুন
আজকাল | ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার জয়পুল পশ্চিমপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদিন ঘোষ (৬৫)। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দত্তপুকুরের পশ্চিমপাড়া গ্রামের ঘোষ পরিবারের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, বড় ভাই সুদিন ঘোষের জমিতে ছোট ভাই লক্ষ্মণ ঘোষ একটি নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি নিয়ে রাতে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়। উভয় পরিবারই লাঠিসোটা নিয়ে পরস্পরের উপর হামলা চালায়। তাতে সুদিন ও তাঁর বড় ছেলে গুরুতর জখম হন। আহত অবস্থায় পরিবারের লোকেরা রাতেই তাঁদের বারাসত মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করেন। সুদিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়।
মৃতের ছোট ছেলে বাপন ঘোষ বলেন, 'গ্রামের লোকের উপস্থিতিতে আগেই জায়গা-জমি ভাগ হয়ে গিয়েছে। তারপরেও আমার কাকার পরিবার জোর করে আমাদের ভাগে শৌচালয় নির্মাণ করছিল। আমরা বাধা দিতে গিয়েছিলাম। তখন আমার বাবা ও দাদাকে মারধর করা হয়েছে। হাসপাতালে বাবার মৃত্যু হয়েছে।'
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঘোষ পরিবারে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। গ্রাম্য সালিশিতে তা মেটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তাতে কোনও সমাধান হয়নি। অবশেষে সম্পত্তি নিয়ে গোলমালের জেরে এক ভাইয়ের মৃত্যু হল। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।