• ব্যবসায়ী বাবাকে সাহায্য করছিল নাবালক ছেলে, চাল মাপতে গিয়েই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা ...
    আজকাল | ০৬ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চাল মাপতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি হল ১৪ বছরের এক স্কুল ছাত্রের৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে৷ 

    পুলিশ জানিয়েছে, মৃতের নাম, দেবজ্যোতি ধর৷ সে কোদালিয়া প্রসঙ্গবঙ্গ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র৷ তাকে উদ্ধার করে সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ৷ নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ 

    পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে, দুপুরে বাড়িতে ইলেকট্রিক ওজন মেশিনে চাল ওজন করছিল দেবজ্যোতি ওরফে সন্তু৷ পাশের ঘরেই তার মা মুনমুন ধর পুজো দিচ্ছিলেন৷ তিনি পুজো দিয়ে উঠে দেখেন ছেলে ঘরের মধ্যে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন৷ পরিবারের সদস্যরা দৌড়ে আসেন৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ 

    জানা গেছে, দেবজ্যোতির বাবা কালাচাঁদ ধরের একটি ভুষিমাল দোকান রয়েছে৷ সেখানে চাল দেওয়ার জন্য বাড়িতে চালের ওজন করছিল সে৷ বাবাকে সাহায্য করতে গিয়েই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে৷
  • Link to this news (আজকাল)