কলকাতা: ফের মঙ্গলবার শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। আজ সকালের দিকে শহরের আকাশ ছিল আংশিক মেঘলা। তবে বেলা ১০টার আগে থেকেই তেড়েফুঁড়ে উঠেছে রোদ। যদিও বিকেলের পর থেকে ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৬ ডিগ্রির আশেপাশে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। অন্যদিকে, আজ সকাল থেকে বজ্রপাতসহ বৃষ্টিপাত হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। বিশেষ বিষয় হল, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামী ৭ মে পর্যন্ত। ৮ তারিখেও উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।