মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘুরে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার পন্থ। সোমবার রাতে তিনি মেডিক্যাল কলেজে যান। কলেজের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেছেন মনোজ পন্থ। হাসপাতালে ঘুরে মুখ্যসচিব বলেন, ‘আমি এখানে কারও কাছ থেকে কোনওরকম অভিযোগ পাইনি। যাঁরা দিবারাত্র স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন, তাঁদের উৎসাহিত করা দরকার’। কর্তৃপক্ষকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন মনোজ পন্থ।
সোমবার সারাদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুখ্যসচিব। সারাদিনের ব্যস্ততার পর রাতের দিকে তিনি হাজির হন বহরমপুরে থাকা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে। হাসপাতাল চত্বর ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডেও যান তিনি। চিকিৎসক, রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। কলেজের অধ্যক্ষ ডাঃ অমিতকুমার দাঁ, মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল সহ অন্যান্য শীর্ষ স্বাস্থ্য অধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যসচিব।
মনোজ পন্থ বলেন, ‘হাসপাতালের পরিবেশ খতিয়ে দেখার জন্যই আমার এখানে আসা। হাসপাতালে ভর্তি থাকা রোগী, ডাক্তার এবং নার্সিং স্টাফদের সঙ্গে কথা বলেছি। এই হাসপাতালের ব্যবস্থা যথেষ্টই ভালো রয়েছে। আমার নিজস্ব কিছু অবজারভেশন রয়েছে। সেগুলো আমি অধ্যক্ষ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি। তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছি। রাজ্য সরকার সাধারণ মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে।