• চেন্নাইয়ের হোটেলে চাকরি, কাজের জায়গা থেকেই উদ্ধার বাংলার দম্পতির দেহ
    প্রতিদিন | ০৬ মে ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন বাংলার এক দম্পতি। সেখানেই হোটেলের ঘরে উদ্ধার হয়েছে দুজনের মৃতদেহ। মৃত দম্পতির নাম রিজুয়ান মোল্লা (২৭) ও তাজমিরা খাতুন (২৩)। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে রিজানুরের ঝুলন্ত মৃতদেহ। ওই ঘরেই মেঝেতে পড়েছিল তাজমিরার দেহ। ঘটনা জানাজানির পরই চাঞ্চল্য ছড়িয়েছে। ‘খুন’ নাকি ‘আত্মহত্যা’, সেই বিষয়ে শুরু হয়েছে তদন্ত।

    জানা গিয়েছে, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বছর খানেক আগে বিয়ে করেন রিজুয়ান ও তাজমিরা। দুজনের মধ্যে সম্পর্কও অত্যন্ত ভালো ছিল বলে খবর। রিজুয়ান হাওড়ার আমতার বাসিন্দা। তাজমিরার বাড়ি ডায়মন্ড হারবারের কামালপুরে। বিয়ের পরই কাজ পেয়ে চেন্নাইয়ের ওই হোটেলে গিয়েছিলেন রিজানুর। স্ত্রীও সেখানে পরিচারিকার কাজ করতেন বলে খবর। হোটেল সূত্রে খবর সোমবার রাতে তাঁদের ঘরের দরজা বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে দরজা না খোলায় সন্দেহ হয় অন্যান্যদের। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে দুটি মৃতদেহ উদ্ধার করে।

    হোটেল সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে রিজুয়ান তাঁর স্ত্রীকে ওই ঘরে ডেকেছিলেন। তারপর আর তাঁদের দুজনকে দেখা যায়নি। কী কারণে এই ঘটনা ঘটল? স্ত্রীকে খুন করে কি স্বামী আত্মঘাতী হয়েছে? নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘর থেকে একাধিক নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে খবর। দম্পতির মৃত্যুর ঘটনা তাঁদের বাড়িতে জানানো হয়েছে। দুঃসংবাদ শোনার পরেই দুই পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কান্নার রোল উঠেছে বাড়িতে।
  • Link to this news (প্রতিদিন)