• ‘কেন্দ্র আইন করুক, আপনাদের গায়ে আঁচ লাগতে দেব না’, সুতিতে দাঁড়িয়ে ওয়াকফ-আশ্বাস মমতার
    প্রতিদিন | ০৬ মে ২০২৫
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: সমস্ত বিরোধিতা, বিতর্ক উড়িয়ে সংসদে পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী আইন। রাষ্ট্রপতির স্বাক্ষর সেই আইন কার্যকর  হওয়ার রাস্তা প্রশস্ত করেছে। এনিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ, প্রতিবাদ রয়েছে। সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে দেশজুড়ে অশান্তি হয়েছে। তার খানিক আঁচ পড়েছে এ রাজ্যেও। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার দু, একটি জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল। যদিও পুলিশি সক্রিয়তায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই অবস্থায় মুর্শিদাবাদ সফরে গিয়ে মঙ্গলবার সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ”আমরা সবাই সংশোধনীর বিরোধিতা করেছিলাম। কিন্তু কেন্দ্র শোনেনি। আইন করে দিয়েছে। তা কেন্দ্র আইন করলে করুক। আমি এখানে যতদিন আছি, না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান ? আপনাদের কারও গায়ে আঁচ লাগতে দেব না।”

    ওয়াকফ ইস্যুতে অশান্তির নেপথ্যে মুখ্যমন্ত্রী আগেও দায়ী করেছেন বহিরাগত শক্তিকে। এদিনও তিনি অভিযোগ তুললেন, অন্যের উসকানি, প্ররোচনায় মুর্শিদাবাদে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে। এবিষয়ে জনতাকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বললেন, “ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। এই নিয়ে আমি আর কিছু বলব না। ওয়াকফ নিয়ে আপনাদের কিছু বলার থাকলে দিল্লিতে যান। বাংলায় আমি আছি, মাথায় রাখবেন। আমি যতদিন আছি, আপনারা কারও কথায় নিজেদের মধ্যে অশান্তি করবেন না। আজ আমায় কথা দিন।” মমতা এও জানান, রাজ্য সরকার কোনও ধর্মেরই সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়।

    গত মাসে অশান্তির আবহে সোশাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন,  ওয়াকফ সংশোধনী আইনে রাজ্য সরকার বা শাসকদলের কোনও ভূমিকা নেই। তাই এ রাজ্যে যেন কেউ কোনও অশান্তি না করে। আর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কিছু করলে অপরাধীদের কঠোর সাজা দেবে প্রশাসন। মঙ্গলবার সুতিতে সেই একই কথা মনে করালেন। সাম্প্রদায়িক অশান্তি রুখে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে মমতার সতর্কবাণী,  “দাঙ্গা মানে মানুষের বাড়ি পোড়া, রক্ত ঝরা। আমি দাঙ্গার পক্ষে নই, মানুষের পক্ষে।বিজেপি কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। দাঙ্গা আপনারা করবেন, আমি কেন তার দায় নেব? রাজ্য সরকার কিছুতেই বরদাস্ত করবে না।”
  • Link to this news (প্রতিদিন)