ভাঙড়ে মোবাইল চোর সন্দেহে খুনের অভিযোগ, প্রায় একমাস পর হরিয়ানা থেকে গ্রেপ্তার তৃণমূল যুবনেতা
প্রতিদিন | ০৬ মে ২০২৫
দেবব্রত মণ্ডল, ক্যানিং: ভিনরাজ্যে পালিয়ে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। ভাঙড়ে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে ‘খুনে’র অভিযোগে গ্রেপ্তার তৃণমূল যুবনেতা। ধৃতের নাম আনিসুর রহমান ওরফে রনি। সুদূর হরিয়ানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গত ১১ এপ্রিল আমিরুল লস্কর নামে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ভাঙড়ের দুর্গাপুর অঞ্চলের গাজিরাইট গ্রামের বাসিন্দা যুবনেতা আনিসুর রহমান সঙ্গীদের নিয়ে এই গণপিটুনি চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, আমিরুল লস্করের সঙ্গে স্থানীয় চিকিৎসক আবদুল হামিদের বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া নিয়ে বিবাদ ছিল। আমিরুল তাঁর বিদ্যুতের লাইন থেকে সংযোগ দিতে আপত্তি করেছিলেন। অভিযোগ, তখন তাঁকে দেখে নেওয়া হুমকি দেয় আবদুল হামিদ। অভিযোগ, ওই ব্যক্তি তার ছেলের মোবাইল চুরির অপবাদ দেয় আমিরুলের বিরুদ্ধে। ১১ এপ্রিল সালিশি সভা বসে। সেখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরের দিন এলাকার একটি পুকুরের পাড় থেকে আমিরুল লস্করের মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনার পর থেকেই পলাতক ছিল আনিসুর রহমান-সহ অন্যান্য অভিযুক্তরা। পরে তদন্তকারীরা জানতে পারেন আনিসুর বর্ধমানে গা ঢাকা দিয়েছে। সেই মতো পুলিশ অভিযান চালালেও আগেই সেখান থেকে পালিয়ে যায় আনিসুর রহমান। পরে জানা যায় সুদূর হরিয়ানায় গা ঢাকা দিয়েছে সে। সেখানেই সে শ্রমিকের কাজ করছিল বলে খবর। সেই মতো পুলিশ হরিয়ানা রওনা হয়। হরিয়ানার আশাউদা থানার পুলিশের সহযোগিতায় তাকে তদন্তকারীরা গত ৩ মে পাকড়াও করেন। ট্রানজিট রিমান্ডে ধৃতকে সোমবার রাতে ভাঙড়ে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধৃতকে। আজ মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।