কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান ও সমীরের বাড়িতে রাজ্যের মন্ত্রীরা, পূর্বঘোষণা মতো তুলে দিলেন আর্থিক সাহায্য
প্রতিদিন | ০৬ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা সমীর গুহ ও বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো তাঁদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন দুই মন্ত্রী। তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিরারের সদস্যরা। সেখান থেকে বেরিয়ে ফিরহাদ বলেন, “শোকাহত পরিবারের পাশে আছি। আমি আশা করছি কেন্দ্র সরকার এই হামলার যোগ্য জবাব দেবে।”
২৬ এপ্রিল শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জঙ্গি হামলায় নিহত বাংলার তিনজন বিতান, সমীর, মণীশরঞ্জনের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। শুধু আর্থিক সাহায্য করেই পাশে থাকা নয়, পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা সঙ্গীন হওয়ায়, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার। তাতে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে।
সেই ঘোষণা মতোই আজ, মঙ্গলবার বিতান ও সমীরের বাড়িতে যান দুই মন্ত্রী। তাঁরা বেহালার সমীর গুহের স্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। দেখা করেন বিতানের বাবা-মার সঙ্গেও। সেখানে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। তাঁদের পেনশনেরও ব্যবস্থা করা হয়েছে। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে বিতানের মা ও বাবা।এছাড়া বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরনে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। প্রাণ যায় বাংলার তিনজনের। তাঁদের মধ্যে বিতান ও সমীর কলকাতার। আইবি অফিসার মণীশরঞ্জন পুরুলিয়ার বাসিন্দা। তাঁর পরিবারকেও আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে।