মেডিক্যালে ভর্তিতে দুর্নীতি! শিকড় খুঁজতে কলকাতার পাঁচ জায়গায় ইডির হানা
প্রতিদিন | ০৬ মে ২০২৫
অর্ণব আইচ: ফের কলকাতা-সহ নিউটাউনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযান। আজ মঙ্গলবার সকালে রাজ্যের মোট পাঁচ জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হানা দেয় ইডি। এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
নিয়োগ দুর্নীতি-সহ একাধিক তদন্তে মাঝেমধ্যেই রাজ্যে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। এবার মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগে হানা দেওয়া হয়। সাতসকালেই দক্ষিণ কলকাতার কড়েয়ার একটি বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বালিগঞ্জ, নিউটাউনেও চলছে তল্লাশি অভিযান। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার কড়েয়া থানা এলাকার ৬ নম্বর তারক দত্ত রোডে এক আইনজীবীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিরা। ওই বাড়িতে পেশায় আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় থাকেন। এছাড়াও বালিগঞ্জে একটি আবাসনে চলে তল্লাশি। লেক মার্কেটের কাছে বসন্ত রায় রোড একটি আবাসনের বাসিন্দা ইন্দ্রানী ঘোষের ফ্ল্যাটেও চলে তল্লাশি। তিনি কেপিসি মেডিক্যালে কাজ করতেন বলে খবর।
একই ইস্যুতে রাজারহাট-নিউটাউনের একটি আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। নিউটাউনের সিই ব্লকের ২৮ নম্বর বাড়িতে চলে তল্লাশি। বাড়ির বাইরের দরজা প্রথমে বন্ধ থাকায় অপেক্ষা করতে হয়। ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকেন সৌরভ সাহা নামে এক ব্যক্তি। এডুকেশন ওয়ার্ল্ড কোচিং সেন্টার নামে এক সংস্থার সঙ্গে তিনি যুক্ত। টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশনের অভিযোগ আছে বলে ইডি সূত্রে খবর।