'আসল হিন্দুরা কেউ যাননি, মুর্শিদাবাদে নকল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়েছেন মমতা'
হিন্দুস্তান টাইমস | ০৬ মে ২০২৫
আসল ক্ষতিগ্রস্তরা কেউ মুখ্যমন্ত্রীর সভায় যাননি, মুর্শিদাবাদের সরকারি সভা থেকে নকল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে মানবাধিকার কমিশনের সামনে ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মুর্শিদাবাদে বাহিনীর গুলিতে নিহত যুবকের পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শুভেন্দুবাবু এদিন বলেন, ‘গত মাসে প্রথমে মোথাবাড়ি, পরে ধূলিয়ান ও সামসেরগঞ্জে বেছে বেছে হিন্দু বাড়ি ভাঙচুর, আগুন, লুঠপাট ও একাধিক মন্দির ভাঙা হয়েছে। আমি মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই। তারা আজ মুখ্যমন্ত্রীর দান খয়রাতি অগ্রাহ্য করেছেন। ৯০০র বেশি পরিবার, মাত্র ৪০ জনকে জোগাড় করে পুলিশ তোলামূল, নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন।’
তিনি বলেন, ‘আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ গুলিতে মরেছে তাকেও শহিদের মর্যাদা। দাঙ্গা করতে এসেছিল। পুলিশ ও বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস আর দাঙ্গাকারী এক? মমতা বন্দ্যোপাধ্যায় হরগোবিন্দ দাসের পরিবারকে চাকরি দেবেন বলেছে। আমি বলছি, আমি ওদের চাকরি দেব। দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কী ভাবে রোখেন?’
শুভেন্দুবাবু বলেন, ‘কোনও প্রকৃত হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের দান খয়রাতি নেবেন না। আর আমরা হাইকোর্ট থেকে প্রত্যেকের ক্ষতিপূরণ আদায় করে দেব।’