• ভুয়ো CBI অফিসার সেজে প্রাণে মারার হুমকির অভিযোগ, ব্যারাকপুরে আতঙ্কে সদ্য বিবাহিতা
    এই সময় | ০৬ মে ২০২৫
  • ব্যারাকপুরের বাসিন্দা সদ্য বিবাহিত এক তরুণীকে ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ। অভিযুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক। তরুণীর গুরুতর অভিযোগ, তাঁর বাড়িতে সশস্ত্র লোকজন নিয়ে চড়াও হন সংস্থার মালিক। ব্যারাকপুর থানায় ওই মালিকের বিরুদ্ধে ১৮ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। পুলিশ তদন্ত শুরু করেছে।

    ঘটনা কী?

    সদ্য বিবাহিত স্বাতীলেখা বন্দ্যোপাধ্যায় জানান, গত ২০ ফেব্রুয়ারি ব্যারাকপুরের সদর বাজারের বাসিন্দা সুমিত গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে কথা বলেন স্বাতীলেখা। ওই সংস্থা ৫-৬ লক্ষ টাকার বাজেট দেয়। সংস্থার মালিককে অগ্রিম বাবদ এক লক্ষ টাকার চেকও দেন স্বাতীলেখা। কিন্তু তাঁর মায়ের অসুস্থতার জন্য বিয়ে পিছিয়ে যায়। মায়ের চিকিৎসা করাতে টাকার দরকার হওয়ায় তিনি ব্যাঙ্ক থেকে টাকা তুলেও নেন।

    স্বাতীলেখা জানান, ব্যাঙ্ক থেকে তিনি টাকা তুলে নেওয়ায় তাঁর দেওয়া চেক বাউন্স করে। চেক বাউন্স হওয়ায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা যোগাযোগ করে তাঁর সঙ্গে। সই করা চেক তিনি ফিরিয়ে দিতে বলেন। তাঁর অভিযোগ, চেক ফেরাতে অস্বীকার করে ওই সংস্থা। সংস্থার মালিক তাঁর কাছে এক লক্ষ টাকা নগদে দেওয়ার দাবি করেন। তিনি তা না দেওয়ায় তাঁর ব্যারাকপুরের বাড়িতে চড়াও হয়ে প্রাণে মারার হুমকি দিতে থাকে সংস্থার কর্মীরা। এও অভিযোগ, সংস্থার মালিক নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে তাঁকে নানা ভাবে ক্রমাগত ভয় দেখাতে থাকেন।

    এই পরিস্থিতির মধ্যেই তরুণীর সঙ্গে দুর্গাপুরের ওই যুবকের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেও তাঁকে হুমকি দেওয়া বন্ধ হয়নি বলে অভিযোগ। পুলিশ জানায়, গতকাল, সোমবার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক ও অভিযোগকারী তরুণীকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু অভিযুক্ত থানায় যাননি। ফের অভিযুক্তকে ও অভিযোগকারী তরুণীকে ডেকে পাঠানো হবে।

  • Link to this news (এই সময়)