২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ফল বেরনোর পরেই ঘোষণা করে দিল পর্ষদ...
আজকাল | ০৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু? কতদিন চলবে সেই পরীক্ষা? সেই সব প্রশ্নের উত্তর দিল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়ে দিল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২৬ সালে ২ ফেব্রুয়ারি, সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ১২ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ৬ ফেব্রুয়ারি ইতিহাস, ৭ ফেব্রুয়ারি ভূগোল, ৯ ফেব্রুয়ারি অঙ্ক, ১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ১১ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, শুক্রবার ঐচ্ছিক বিষয়। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে।
পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টা থেকে চলবে দুপুর ২টো পর্যন্ত। প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে।
প্রথম ভাষায় রয়েছে, বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি ভাষা, নেপালি ওড়িয়া, গুরুমুখি (পাঞ্জাবি) তেলেগু, তামিল, ঊর্দু এবং সাঁওতালি।
দ্বিতীয় ভাষায় রয়েছে, ইংরাজি অথবা ইংরাজি ব্যাতিত অন্য কোনও ভাষা। বাংলা অথবা নেপালি, যদি ইংলিশ প্রথম ভাষা হয়।
২০২৫ সালে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ১০ ফেব্রুয়ারি ছিল প্রথম পরীক্ষা। চলেছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে বলে অনুমান করেছিলেন অনেকেই।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ৬৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আদৃত সরকার। দ্বিতীয় স্থানে মালদহের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। পেয়েছে ৬৯৪ নম্বর। বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী ৬৯৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।