• চেন্নাইয়ে বাংলার দম্পতির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার দু'জনের নিথর দেহ...
    আজকাল | ০৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে কাজে গিয়ে বাংলার দম্পতির রহস্যমৃত্যু। একটি ঘরের মধ্যে থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা ডায়মন্ড হারবারের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, যুবককে ঝুলন্ত অবস্থায় এবং তাঁর স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তবে কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। 

    জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার নেতারা এলাকার বাসিন্দা তাজমিরা খাতুনের সঙ্গে বিয়ে হয় হাওড়ার আমতা এলাকার বাসিন্দা রেজুয়ানের। স্বামী-স্ত্রী দু'জনেই চেন্নাই কাজে যান। পরিবার সূত্রে জানা যায়, এক বছর হয়েছে তাঁরা চেন্নাইয়ে কাজ করছিলেন। 

    মঙ্গলবার দিন সকালে ডায়মন্ড হারবারের কামালগাছি গ্রামে তাজমিরার বাড়িতে খবর আসে, স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। জানা গেছে, কয়েকদিন পরেই বাড়ি ফেরার কথা ছিল জামাই এবং মেয়ের। মৃত্যুসংবাদ পেয়ে গোটা পরিবার শোকস্তব্ধ। দুই পরিবারের লোকজন চেন্নাইয়ের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন বলে জানা গেছে।
  • Link to this news (আজকাল)