• সিসিটিভি ফুটেজে পিটিয়ে মারার ভয়ঙ্কর দৃশ্য, উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর দেহ...
    আজকাল | ০৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাতভর নিখোঁজ থাকার পরে এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে মাথাভাঙায়৷ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট বাজারে। 

    জানা গিয়েছে, নয়ারহাট বাজারে একটি মদের দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সুভাষ বর্মন নামে ওই ঝালমুড়ি বিক্রেতাকে। তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো সোমবার নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। শুরু করেন খোঁজাখুঁজি। অবশেষে মঙ্গলবার জানা যায়, রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে আছে নয়ারহাটে একটি মদের দোকানের সামনে। সুভাষকে খুন করা হয়েছে বলেই অনুমান পরিবারের। 

    একটি সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। যেখানে দেখা গিয়েছে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি পিটিয়ে মারছে তাঁকে। ঘটনায় মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)