• সেনার হেলিকপ্টারের জরুরী অবতরণ শিলিগুড়িতে, ঘটনাস্থলে বায়ুসেনার কর্তারা ...
    আজকাল | ০৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুরে আকাশপথে টহল দেবার সময় হঠাৎ শিলিগুড়ির কাছে সাহুডাঙ্গির ঠাকুরনগরে ফাঁকা মাঠে আচমকা নামল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার।

     সূত্রের খবর যান্ত্রিক ত্রুটির কারণেই তড়িঘড়ি এলাকার একটি ফাঁকা ময়দানে নামানো হয় হেলিকপ্টারটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, শিলিগুড়ির কাছে সালুগাড়া হেলিপ্যাড থেকে উড়েছিল এই হেলিকপ্টারটি। হঠাৎ করেই চালকের হেলিকপ্টারের কিছু অস্বাভাবিক বিষয় নজরে আসে। বুঝতে পারেন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিষয়টি রেডিও মারফত জানানো হয় সেনা ছাউনিতে। সেখান থেকে নির্দেশ পেয়ে চালক একটি ফাঁকা মাঠে হেলিকপ্টারটি অবতরণ করান।

     ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছেছেন বায়ুসেনার আধিকারিকরা। জরুরি ভিত্তিতে চলছে মেরামতির কাজ। অন্যদিকে হেলিকপ্টার অবতরণের খবর জানাজানি হতেই উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করেন ওই এলাকায়।

     
  • Link to this news (আজকাল)