• মোবাইল দেখা নিয়ে দাদার সঙ্গে অশান্তি, নিখোঁজ মালদার তরুণীকে ফেরাল পোলবা থানা...
    আজকাল | ০৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :  মোবাইল ফোন দেখা নিয়ে দাদার সঙ্গে অশান্তির জেরে সোমবার মালদার বাড়ি থেকে পালিয়ে পোলবা থানার সুগন্ধা মোড়ে এসে পড়েন তরুণী। মঙ্গলবার সকালে তরুণীকে রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে পুলিশের টহলরত ভ্যান। 

    কর্তব্যরত অফিসার মেয়েটিকে নাম ও ঠিকানা জানতে চান। তরুণী খানিকটা ভরসা পেয়ে পুলিশের কাছে বাবার নাম ও পুরাতন মালদহের বাড়ির ঠিকানা  জানায়। তৎক্ষণাৎ সুগন্ধা ফাঁড়ির পুলিশকর্মী তরুণীর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেন ফোনের মাধ্যমে। 

    তরুণী বাড়ি ছাড়ার পরই পরিবারের লোকেরা  খোঁজাখুঁজি করেছিল। পোলবা থানার পুলিশের থেকে মেয়ের খোঁজ পেয়ে বাড়ির লোকজন গাড়ি করে সটান মালদহ থেকে পোলবা থানায় হাজির হয়। 

    সুগন্ধা ফাঁড়ির অফিসার বিষয়টি পোলবা থানার বড়বাবুকে জানায় এবং তার নির্দেশে মেয়েটিকে পোলবা থানায় রাখা হয়। বাড়ির লোকজন পোলবা থানায় পৌঁছায় ও পরিবারের মেয়েকে অক্ষত দেখে স্বস্তি পায়। পোলবা থানার বড়বাবুর মাধ্যমে সমস্ত রকম আইন মেনে মেয়েটিকে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। তরুণী জানিয়েছে পুলিশকর্মী তাকে রাস্তা থেকে উদ্ধার না করলে বিপদ হতে পারত। সে কখনও আর বাড়ি ছেড়ে পালাবে না। মেয়েকে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি পরিবার। পুলিশের কাজকে কুর্নিশ জানিয়েছে তরুণীর পরিবার। 
  • Link to this news (আজকাল)