একবালপুরে সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু! বাড়ি থেকেই উদ্ধার মৃতদেহ...
আজকাল | ০৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শহরে ফের অস্বাভাবিক মৃত্যু। খিদিরপুরে একটি বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ দেহটি উদ্ধার করে একবালপুর থানার পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় একবালপুর থানায় খবর আসে যে বাবজি সান্যাল নামে একজন ব্যক্তিকে তাঁর বাড়িতেই মৃত অবস্থার উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় একজন সাংবাদিক ছিলেন বাবজি। একবালপুর থানার অন্তর্গত ১৮, একবালপুর লেনের একটি বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। একবালপুর থানার এক অফিসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি একা থাকতেন ওই বাড়িটিতে। তাঁকে বাড়ির রান্নাঘরের পাশের ঘরে অচেতন অবস্থায় এক প্রতিবেশী প্রথম দেখতে পান। এরপর তিনি আশপাশের লোকজনকে খবর দেন। বাবজিকে উদ্ধার করে একবালপুরের নেতাজি নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে চিকিৎসকেরা তাঁকে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, একবালপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন দেখা যায়নি। তদন্ত চলছে।