আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা পর্ষদের
বর্তমান | ০৭ মে ২০২৫
কলকাতা: কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। এর মধ্যে আগামী বছরের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আজ, মঙ্গলবার প্রকাশিত হল ২০২৬ সালের পরীক্ষার সূচি। দেখা যাচ্ছে এবছরের তুলনায় আগামী বছরে এক সপ্তাহ মতো এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ভোটের কারণে এই সিদ্ধান্ত বলে মনে করা হচে্ছ।
এ বছর ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর তা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষদিন আছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। তবে শরীর শিক্ষা, কর্মশিক্ষা ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে পর্ষদ। এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট:
২ ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার): প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি, ২০২৬ (শুক্রবার): ইতিহাস
৭ ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার) : ভূগোল
৯ ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার): অঙ্ক
১০ ফেব্রুবারি, ২০২৬ (মঙ্গলবার): ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুবারি, ২০২৬ (বুধবার): জীবন বিজ্ঞান এবং
১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ২টো পর্যন্ত। তবে প্রথম ১৫ মিনিটে কিছু লেখা যাবে না। ওই সময় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকছে।