সর্ষের মধ্যে ভূত! এন্টালিতে ডাকাতির ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, ধৃত ৩
বর্তমান | ০৭ মে ২০২৫
কলকাতা: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কলকাতার এন্টালির ডাকাতির ঘটনার কিনারা করল পুলিস। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন ট্যাংরা এবং দ্বিতীয় জন বেলেঘাটার বাসিন্দা। তৃতীয় জনের বাড়ি এন্টালি মতিঝিল এলাকায়। তাদের মধ্যে ঋজু হাজরা নামে একজন ফরেক্স কোম্পানির কর্মী বলে জানা গিয়েছে।গতকাল, সোমবার দুপুর পৌনে ১২টা নাগাদ কলকাতা শহরের এন্টালির ফিলিপস মোড়ে দুঃসাহসিক লুটপাটের ঘটনা ঘটে। একটি ফোরেক্স বা বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার দুই কর্মী ট্যাক্সিতে চেপে টাকা নিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পার্ক সার্কাস শাখায় জমা করতে যাচ্ছিলেন। তাঁদের কাছে প্রায় দু’কোটি ৬৬ লাখ টাকা ছিল। সেই টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এন্টালি থানার পাশাপাশি লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা একযোগে তদন্তে নেমেছিল। পুলিসের বক্তব্য, এই ঘটনার সঙ্গে জড়িত ছিল ট্যাংরার বাসিন্দা ঋজু। এই ঋজু ফোরেক্স সংস্থারই কর্মী। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল মতিঝিলের শাহনওয়াজের। শাহনওয়াজের বিরুদ্ধে অতীতে ডাকাতি এবং লুটের অভিযোগ আছে। টাকা নিয়ে আসার খবর ঋজুই শাহনওয়াজকে দিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেইমতো শাহনাওয়াজ ফিলিপস মোড়ের কাছে হাজির হয় এক সঙ্গীকে নিয়ে। এন্টালির ফিলিপস মোড়ে সিগন্যালে দাঁড়াতেই দুই দুষ্কৃতী জোর করে ট্যাক্সিতে উঠে পড়ে। এর পরে তাদের নিয়ে আসে কামারডাঙ্গা এলাকায়। সেখানে বাইকে করে দু’জন আছে। এরাও শাহনওয়াজের চক্রের লোক বলে জানা গিয়েছে।