কিরণ মান্না: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকার গীমাগেড়িয়া গ্রামের এক গর্বের নাম হয়ে উঠেছে শেখ রেহান উদ্দিন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের, মাদ্রাসা ফাইনাল ৭২৩ নম্বর পেয়ে জেলার অনন্য সাফল্যের নজির গড়েছে সে। রেহান গিমা গেরিয়া ওয়েলফেয়ার হাই মাদ্রাসার ছাত্র। জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সে।
অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান রেহানের বাবা শেখ আব্দুল আলীম পেশায় একজন সাধারণ লেদ মেকানিক। ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্নে তিনি করোনা পরবর্তী সময়ে ওভারটাইম করে কাজ করেছেন, কিন্তু সেই লেদে এখন ওভারটাইম কাজ জোটেনা। বর্তমানে কাজের অভাবে বিপদে পড়েছেন। ছেলের পড়াশোনা চালিয়ে নেওয়া নিয়ে উদ্বিগ্ন আলীমবাবু সরকার বা কোন দয়ালু হৃদয় সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই কামনা করেছেন। কারণ তার ছেলে পড়াশোনা করে বড় হওয়ার পাশাপাশি দেশের জন্য মানুষের জন্য ভাবতে শিখেছে।
রেহান গিমা গেড়িয়া আলফাকিয়া একাডেমির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেছে। একাডেমির কর্ণধার আহমেদ হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল হোসেন জানান, 'ছেলেটি ছোট থেকেই মেধাবী। প্রতিদিন ৬ থেকে সাড়ে ৬ ঘন্টা পড়াশোনা করতো। তার উচ্চশিক্ষার পথে শিক্ষকদের শিক্ষাদানে সহযোগিতা থাকবে।'
রেহান জানিয়েছে, সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় এবং গ্রামের অন্যান্য দরিদ্র মেধাবী ছাত্রদের পাশে দাঁড়াতে চায়। তার এই সাফল্যে খুশি হয়ে অনেক গুণীজন তাকে সমবর্ধনা ও আশীর্বাদ জানিয়েছেন।
সরকার বা কোনো দয়ালু সহৃদয়ের সংস্থা যদি শেখ রেহানের উচ্চশিক্ষার জন্য সহযোগিতার হাত বাড়ায়, তবে এই মেধাবী ছাত্রটির স্বপ্নপূরণ সম্ভব হবে বলে মনে করছেন তার পরিবার ও স্থানীয় মানুষজন।