অয়ন ঘোষাল: আগাম বর্ষার বার্তা মৌসম ভবনের। নির্ধারিত দিনের ৯ দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ মে। গত বছর তিন দিন আগে ১৯ মে অন সেট হয়েছিল। এখনো ভারতের মূল ভূখণ্ডে বর্ষা নিয়ে এখনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার গতিপ্রকৃতি বলছে, এবার আগেভাগেই বর্ষা ঢুকতে পারে ভারতের মূল ভূখণ্ডে।
আজ ভারী বর্ষণ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এই পাঁচ জেলাতে। তবে নিচের দিকের জেলা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। আজ ও কাল দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা।
তাপপ্রবাহ পরিস্থিতি
তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কবার্তা। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দক্ষিণবঙ্গের সব জেলা এবং মালদা ও দিনাজপুর জেলাতে। শুক্রবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে গরম অস্বস্তি চলবে। রবিবার ও সোমবারেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া পশ্চিমের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে।