জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকাল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এবছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম। আগের বচরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম। তাই বছরে দুবার করে হবে পরীক্ষা। আর পুরনো নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটাই শেষবার। তার ওপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটাই কমে গেছে। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসেননি ৫৫ হাজারের বেশি পড়ুয়া।
এবছর ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। প্রতি বছরের ন্যায় এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। এবছর পরীক্ষায় বসেছেন প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, সেখানে এবার সেই সংখ্যাটাই ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে।
পরীক্ষার্থীদের সংখ্যা কমার প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অবশ্য দাবি করেছেন, 'অন্য লাইনে চলে যাচ্ছে, ড্রপ আউট.. পলিটেকনিকে যাচ্ছে। ২৩-এর মাধ্যমিকে কম পাশ করেছে।'
আগামিকাল উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলপ্রকাশ কোথায় দেখবেন রইল তারই লিংক - wbchse.nic.in , wbresults.nic.in
রেজাল্ট দেখতে প্রথমে উপরের ওয়েবসাইটে যেতে হবে। এরপর Higher Secondary Result 2025 -এ ক্লিক করতে হবে। এরপর Enter Your Registration No. -এর ঘরে ক্লিক করতে হবে। এরপর Enter Date of Birth -এর জায়গায় গিয়ে নিজের জন্মতারিখ দিতে হবে। তারপর Submit বোতামে ক্লিক করতে হবে। এরফলে পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে।