• দেগঙ্গায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে বাড়িওয়ালা প্রৌঢ়
    প্রতিদিন | ০৭ মে ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: নাবাকিকাকে ধর্ষণ, অত্যাচারের অভিযোগ। কাঠগড়ায় প্রৌঢ় বাড়িওয়ালা। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাবুর আলি মোল্লা। তাঁর বয়স  ৫০ বছর। জানা গিয়েছে, তাঁর বাড়িতেই নির্যাতিতা এবং তার পরিবার ভাড়া থাকত। অভিযোগ, গত রবিবার বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগেই সাবুর ওই নাবালিকার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। 

    পরিবারের দাবি, ঘটনার পর থেকেই নাবালিকাটি চুপচাপ হয়ে গিয়েছিল। তখনই তাঁদের সন্দেহ হয়। তাকে বারবার জিজ্ঞাসা করা হলেও সে প্রথমে কিছু বলতে চায়নি। অবশেষে সোমবার নাবালিকাটি কাঁদতে কাঁদতে তার বাবা-মাকে গোটা ঘটনাটি জানায়। এরপরই নির্যাতিতার মা বাড়িওয়ালা প্রৌঢ়ের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। ওই দিনই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। নাবালিকার মেডিক্যাল পরীক্ষার পাশপাশি এদিন তার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    নাবালিকাটির মা বলেন, “একা পেয়ে বাড়িওয়ালা আমার মেয়ে ধর্ষণ করেছে। মেয়ে আমাদের সমস্ত ঘটনা জানিয়েছে। আমারা সাবুরের কঠোর শাস্তি চাই।”
  • Link to this news (প্রতিদিন)